এই পথে হেঁটে হেঁটে কতো রাত ভোর হলো
কতো ভোর সন্ধ্যা
কাক চোখে কতোবার তাকালাম--
হাতের তালুতে কখনো উঠলো নাম,
কখনো উঠলো না
তাহলে কী গুনে যাবো সারাটা জনম
কেবল ব্যর্থতার বদনাম ??


এবারও তো এলো না মলাটবন্দী কোনো নাম
জানলো না কেউ, দেখলো না কেউ
এই মনে বাস করা অজস্র কথাদের ধাম।


সেই সে শৈশবে, রোদের চমকে,
রূপের বানীতে মন আমার হয়েছিল একাকার
আজও খুব পিপাসায়
দিনরাত টেনে চলি স্বপ্নের রশি তার
তাহলে কী সত্যিই ক্ষুধা ভরা এ বুকের
কখনো হবে না উদ্ধার?