তুমি কি শুনেছ প্রতিভা
তোমার অপরূপ শোভামণ্ডিত ঠোঁটের ফাঁক দিয়ে
হঠাৎ কালবোশেখী ঝড়ের সাথে মিশে
উঠে এলো আমাদের হৃৎসম্পদ, জননী জন্মভুমি।


আমার হৃদয় খোচিত গৌরব।


আমরা সে প্রচণ্ড ঝড়ের সঙ্গে
একত্রে তোমাতে আমাতে সাইরেনের শব্দে
বেজে উঠেছিলাম পৃথিবীর মানচিত্রের কাছে।


ঠিক এমনি করে ঝড়ের প্রচণ্ডতায় মিশে
আমরাও পরিচিতি পেয়েছি
দিকে দিকে, সারাটি বিশ্বে।


তোমার উগ্রভুমি, শ্বেতরংয়ের উরুর ফাঁক দিয়ে
বেহায়া সুন্দর অনুভূতির
অন্ধকার মুহূর্তগুলো উড়ে এলো আমাদের
উচ্চতর শ্বাস প্রশ্বাসিত হৃদয়াভ্যন্তরে, বিপুল সৌরভে
মানুষ সমুদ্র পাড়ি দিতে গিয়ে
সুখী হয়ে উঠেছিলাম অন্ধ অনুভূতি ক্ষরণে।


সরীসৃপ হয়ে জীবনের দেহে মিশে প্রতিভাও যে
প্রতিভা হয়ে গেছে অবাক হবার কিছ নেই।
******************************