কেন দুঃখ পেয়ে সরে সরে যাও বন্ধু
থেকে যাও আরো কিছুটা সময়
দুঃখ কাটলেই সুখ
শোক আনবেই উত্তরণ
আগুন চোখে বাস্তবায়নের স্বপ্ন আগামীর।


তিল তিল করে বেড়ে ওঠা প্রজন্মের মেটাতে  চাহিদা শুকিয়ে যায় ঠোঁট
শুকোয় পৃথিবী, মরুভূমি ক্রমশ আরো মরু হয়ে যায়
হতাশ চোখে উদাস পৃথিবী, পাখির ঠোঁটে পার হই জলতৃষা।


এক এগারোয় কেড়ে নেয়া রুজি ফিরে আসেনি আর
একদিন দু্'দিন করে পার হই অন্ধকার
পার হই থই থই কষ্টের সিঁড়ি
দু'চোখ ভরা জলে হাত দিয়ে মুছে নেই অভাব।


তবু আশার দীপালী জ্বালি।
*********-****-*************
টুঙ্গিপাড়া,