হায়রে ঘুঘু ! একবার বাচ্চা ফুটাস একটি বউকে নিয়া, আরেকবার অন্য বউ
এটা তোর স্বভাব নাকি ছেনালিপনা ?


জানে এই পৃথিবীর লোক
ওই দরদালান, বুজরুকি হিমঘরে ভালোবাসা নাই
বাসনার নামে দস্যুবৃত্তি, দেহ বিক্রি আর বেহায়াপনা।


ওখানে মমতার নেই মাখামাখি
আলোর নীচে ঘুটঘুটে অন্ধকার, কৃত্রিম সুঘ্রাণ পেরিয়ে পুতিগন্ধময়, কদর্য কুৎসিত চিৎকার।
ওখানে নিষ্ঠুর নিয়তির আড়ালে অশ্রু ঝরানো আঁখি
ওখানে লোভের দৃশ্যে বাঁচবার বদলে অন্তরে পুড়ে পুড়ে মরে সমাজের দুষ্ট ঘুঘু পাখি।


যতই তৃষ্ণার্ত সম্পদে হাঁটো, ওহে বিলাসী দালানের অসুখী মানুষ!
কখনোই হবে না সুখী,
খোলস বদলানো স্বভাব তোমাদের,
মানুষের বদলে আসলেই তোমরা এক উদ্ভট ফানুস।
★★★★★★★★★★★★★★★★★★★★★★
টুঙ্গিপাড়া,