খা খা চৈত্রেও ফুল ফোটে
হাতের কব্জিতে ওড়ে পতাকা সবুজলাল
প্রিজন ভ্যানে যতই বন্দী হোক স্বাধীনতা
মিছিল থেকে ছুড়ে মারা ফুলে জেগে ওঠে প্রত্যয়

খা খা চৈত্রেও ফুল ফোটে
হাতের কব্জিতে ওড়ে পতাকা সবুজ লাল
কৃষকের ঘরে যতই অভাব, দোকানের হালখাতা
মাঠ ফেটে চৌচির, অসুখী সময়
তবুও খবর আসে,"আমি যদি হুকুম দেবার নাও পারি"

একটি চৈতী ফুলের জন্যে, একটি কবিতার জন্যে
সে কি তাড়া! সে কি বাল্মিকী ভার!
মহাসংগ্রাম শেষে দৃপ্ত শপথে রক্তের নদী পেরিয়ে
~৫৬ হাজার বর্গমাইল, ১৪ কোটি হাত~
উঠলো গেয়ে একসাথে, "আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। "