হাটের কাছে পৃথিবী যেই বেচতে গেলাম সই
ঘরের মধ্যের ডালিম গাছে তুলে দিলেম মই
ছিঁড়ে নিলাম মন আনন্দ স্বর্গ থেকেই কেনা
বছর পারের আগেই কিন্তু  হলাম আমি দেনা
চাঁদখানিরে পথের ধারে  ঠেকিয়ে হলুদ রোদ
কবে থেকেই বলছি হেকে নই অতটা নির্বোধ
পাড়ার গোহাল শূন্য হবে তা কেমন করে হয়
নগ্ন ক্ষুধার আঁচল ধরে যাবো পেরিয়ে নিশ্চয়
মাঘে আবার হিম কুহেলী পরাণ ধরেই টানি
আকাশটাকে করতে ছোট দুই মুঠো সুখ আনি
***************************
টুঙ্গিপাড়া,