উত্তরার ৬ নম্বর সেক্টর!
ওখানে আমার এক প্রেমিকার বসবাস
সে বলেছিলো তার দিকে না তাকাতে, তাহলে সে ধুলো হয়ে যাবে, ভুলে যাবে সহজাত বসবাস
আমিও বলেছি তারে, "ভুলে যাবো পাওয়া আমার সকল বেদনার উপহার, যদি বলো একবার, এসো হাত ধরি ; এসো আবার রাজপথে করি আন্দোলন
ফিরিয়ে আনি প্রণয়ের ন্যায্য অধিকার, যদিও পেরিয়ে এসেছি বছর পঞ্চাশ!


প্রণয় কী কখনো হেঁটে যায় বয়সের বিবেচনায়?
তাও কী হয়? কী জানি, হতেও পারে!
ভাবনায় যে ঘোরে, সে আছে উত্তরার ৬ নম্বর সেক্টরে।


আহা!  উত্তরার ৬ নম্বর সেক্টর
ওখানে আমার এক প্রেমিকার বসবাস
লুকিয়ে রেখেছি আমি আমার দুঃখের এক একটি আঞ্চলিক উচ্ছ্বাস।
তবুও বলেছি তাকে, যদি ভূত ভেবে ভুলে যাও আগামী সময়, জীবনের নিবিড় উদ্দাম
মানুষ আমি ছিলাম কিছুটা সময়, সময়ের রাখাল।
সময় হলেই দেখে নিও
কতটা ছিলাম আমি তোমাকে ভালোবাসবার
কতটা ছিলাম আমি তোমার প্রিয়।