শুধু  চিবুক ছুঁয়ে কল্পনার একটা ছবি আঁকো না
শত মোনালিসা নাও ডোবাবে তোমার ঘাটে।


একবার প্রাণ খুলে হেসে দেখো না
শরতের কাশফুল ম্লান হয়ে যাবে অলক্ষে ।


যত্নের শিশির ধরে হেঁটে আসো না
চিহ্ন পড়ে যাবে কঠিন হৃদয়ে।


তবে কেন আগুন ঝরাও চোখে, অশ্রুর বিনিময়ে??
পাঠ করে,  নিশ্চুপ হয়ে বসো না একবার
খুলে যেতে পারে পূবের দরজা
উঁকি দিতে পারে
জানালার পাশে শিস দিয়ে ফেরা একটি দোয়েল
এসে যেতে পারে কাঙ্খিত মনের ফেরারী চিঠি।


গাও না গান ,  "আকাশ আমার ভরলো আলোয়, আকাশ আমি ভরবো গানে "
বিপুল বৈভবে ধ্যানস্থ শিহরিত মন
চোখের আগুনে পুড়ে
খাঁটি হোক সমতলে।
*******************************
টুঙ্গিপাড়া,