ভাবছি ফিরে যাবো
পাহাড়, ঝর্ণার মতো কাঁদতে পারবো না আর
পাখির কলতানে মিশে যেতে চেয়েছিলাম
ফলবতী বৃক্ষের সাথে, আকাশ গাঙে জোছনার প্লাবনে মেঘের অলীক নীলিমা ছুঁয়ে
সাতরঙা রঙধনু হয়ে মিশে যেতে চেয়েছিলাম--


হঠাৎ কোন এক প্রান্তিক বিকেল হরিৎ হয়ে আসলো জীবনে, সব রঙ ধুয়ে যায় সন্ধ্যার অবকাশে
আমি নিঃস্ব হয়ে যাই, হারিয়ে যায় সকল স্তুতি আমার, কবিতারা অচ্ছুত অপঠিত অবহেলে একা একা হয় নির্বাসিত --


ভাবছি ফিরে যাবো
ধারালো কাঁচির মতো বাঁকা হতে পারছি না আর
পারছি না শান দিতে পুরাতন শব্দ বাক্য উপমার


এখানে পরীর নাচন, কুহকের গান
এখানে মায়ার আভরণে মেকি ঘোড়ার দুরন্ত ছুট
অবুঝ শর্ত জুড়ে সরব কবিতার হাট
এখানে বৈভবে হাঁটা অদ্ভুত কাব্যের সম্রাট


সত্যিই তাই, ফিরে যাবার ইচ্ছেই খুব ভালো


থাকবে না জানি, এমন সময় আর-
কবিতার কল্লোলে কোন এক আলোকরঞ্জন দিনে
ঘুচে যাবে সহিসের হাত, মুছে যাবে একদিন হঠাৎ চমকে ওঠা কবিদের কৃত্রিম কবিতার রাত


তখন আসবো ফিরে কবিতার স্বগৃহে এটুকুই থাকবে শপথ।