ওই যে দূরের রাস্তা ধরে চৈত্র শেষে বৈশাখ
আগুনের হল্কা নিয়ে ধীর পায়
পোড়াতে পোড়াতে যাচ্ছে হৃদয়
এমন তো কথা ছিল না,
কথা ছিল মেঘ শেষে বৃষ্টির জলধারা ভেজাবে নিশ্চয়।


এই বৈশাখে
শিরীষের ডাল ভেজা হিজলের ফুল ভাসা জল
নাই বলে-
রাতকানা পাখিরাও ইদানিং নীরব নিশ্চল।


সত্যিই আগের দিনের মত, দিন আর দিন নাই,
পাল্টে গেছে বৈশ্বিক জলের হাওয়া
তীব্র তাপে হচ্ছে অঙ্গার,
নিভে যাচ্ছে পৃথিবীর সকল চাওয়া
এমন তো ছিল না হবার
বৈশাখ যথেষ্ট ছিল কৃষকের ঘরে ঘরে খুশী ছড়াবার।


মানুষও পাল্টে গেছে এইবেলা
তার চলে সারাক্ষণ প্রতাপ প্রভাবের যুদ্ধ যুদ্ধ খেলা
তবুও ভাবতে চাই  মারণাস্ত্রের হুঙ্কার বিহীন
অহিংসার সুস্থ পরিবেশ ধরণীতে আসবেই একদিন।