বসেই সচেতন ভাবে ইঁদুরের মতো
কাটো মানুষের নরম হৃদয়
এটা কিন্তু ভালোবাসা নয়
ভালোবাসার আদলে একবুক জ্বালা
কষ্টের জীবন সিঁড়ি
পৃথিবীর বুকে বয়ে চলা দুরন্ত অভিনয়।


কামনার রসে ঘুরিয়ে যৌবন
মিটিয়ে তনুর স্বাদ
বাড়িয়ে প্রজন্ম যতো
মিছে মায়ার সংসার
স্রষ্টার আইনের মুখে একদিন
তোমাকেও হতে হয় নিশ্চিত পরাজয়।


এইতো রীতি
কেন তাহলে বাড়াও না হাত ?
কেন ক্ষুধার সন্তাপে কাঁদে সৃষ্টির সন্তান ?
উদারতার দরজা খুলে দাও,
জাগাও সত্য ভালোবাসা
প্রকৃতির সম্প্রীতি।
__________________________
টুঙ্গিপাড়া, ২২/৩/২০