প্রিয়কথা প্রিয় উচ্চারণ
আসে না সহজে জিহ্বায়
তুমি আর আমি মুখোমুখি হলে ভুলে যাই
ভুলে যাই প্রিয় সম্বোধন
হলো না তো আর মেঘের মতো মৌসুমী মন।


তারার রূপালি আলোয় মানুষ
এগিয়েছে বহুদূর
পাড়ি দিয়ে যায় অসীম দুঃখী সমুদ্দুর


কী হবে খুঁজে তোমার বুজরুকি পাহাড়
ওই নাভিমূলের অতল গিরি
বয়ে যাওয়া দুরন্ত ঝর্ণাধারা !


বকুল কদম্ব ঘ্রাণে ভালো আছি প্রিয়তমা
এইতো বেশ আছি
প্রত্যহ প্রতিদিন  ভালোবাসা হচ্ছে কিছুটা জমা।
★★★★★★★★★★★★★★★★★★★★★
টুঙ্গিপাড়া, ২২/৬/২১