আলো জ্বেলে চোখ খুলেই দাঁড়ানো আছি
তবু ঘুটঘুটে অন্ধকার
বহু আগেই অন্ধ হয়ে গেছি ঈশ্বরের মতো-


আগে শুনতাম এখন রাষ্ট্রের মতো আমিও শুনিনা


বললে কী হবে? রাতজাগা পাখি কী আশায় জাগে রাত? কোন ভবিতব্যের ইশারায় সারারাত ডাকে?  
জানে কোনো কবি?
আমিও জানিনা কেন জেগে থাকি,
কেনই বা দাঁড়ানো থাকি এই আলো এই অন্ধকারে-


পিচ্ছিল পথ আগামীর,আশার সুড়ঙ্গ খুঁজি
উদ্যত ফণা তোলা বিষাক্ত সাপ হতে বেঁচে
যদি নাইবা বলি
মুক হবে পল্টন গুলিস্তান শাহবাগ চত্বর
একপেশে উন্নতির জোয়ারে ভেসে যাবো বঙ্গোপসাগর
তাহলে কী খুব ভালো হবে ?
______________________