সন্ধ্যার আলো আঁধারিতে বাড়ে কিছু কষ্ট কিছুটা অভিমান
তুমি বুকে নিয়ে এগিয়ে গেলে বহুদূর
বহু জল জমে থাকে বিভ্রান্তির আঁচলে
তবু শোধরাতে পারিনা বলে পাড়াগাঁ ঘুমায় আধো ঘুমে
স্বপ্নরা জেগে থাকে রাতের তারার মত মিটিমিটি
পৌঁছে না আলো তার বুকের গহীনে।


ইঁদুরে কাটবার মতো কেটে যায় পরমায়ু, কিছু দুঃখ কিছুটা তৃষ্ণায়
তুমি হাতড়ে চললে ও'বেলা
খড় কুটোর মতো ভেসে থেকে ভাবনা শুকাতে দেই
সীমাহীন অসুখের মাস্তুলে
তবু দিকচিহ্নহীন দিগন্তে মেলি অনন্তের পাখা
যদি সাঁতরে পার হতে পারি অভিমান, পার হয়ে যেতে পারি চোখের কাজল
যাপিত আঁধার কেটে অপেক্ষায় থাকি ভোরের ইশারার।
*************************
টুঙ্গিপাড়া,