কতদিন রৌদ্রে ভিজি না
আঁধার ঘরে একা একা পাড়ি দিয়ে চলি চোখের নদী
বৃষ্টিতেও ভিজি না বহু দিন
অথচ ধুয়ে যায় জনপদ ভেতরের অবাধ্য কবি।


কতদিন হাসতে পারিনা
মাঝে মাঝে হাসতে ইচ্ছে হয় খুব
গাই না কতদিন স্রোতস্বিনী নদীর গান
অথচ ভেতরের নদী স্নান সেরে হাসে আর গায়।


বাড়ছে বয়স
রোদ আর বৃষ্টিতে ভেজা বুঝি দায়
আকাশ রোদন করা কান্নার জলে ভেজার সময়


সত্যি করে বলিঃ
আসলেই কী আছি বেঁচে
বেঁচে থাকতেই তাহলে রোদ আর বৃষ্টিতে ভিজি
ভিজে যাই রোদ আর বৃষ্টির গানে
তুমুল বৃষ্টি নামুক
জলের ধারা বইয়ে যাক চাঁদের হলুদ রোদে।
***********************
টুঙ্গিপাড়া,