আজ আমি আকাশ থেকে নামা
বৃষ্টি দেখছি
কারো ঠোঁটের কাঁপন
শোক জাগা ভালোবাসা
আজ আমি কৃষকের জবুথবু দেহ
শ্রমে ভরা দেখছি
দেখছি চোখের স্বপন
ক্ষুধা নিবারিত
আমন ধানের আশা।


মেঘ !
বর্ষণে তুমি কতোকাল পরে এলে!
চাতকের মতো আছি চেয়ে গগনের তলে
ভিজিয়ে যেও শুকনো রুক্ষ ভূমি
যে ভূমিতে রুয়ে যাবো আমাদের আগামী।