আমি আমার মায়ের কাছে একটা উপহার পাঠাতে চাই
ঝুড়ি ভর্তি এক ঝুড়ি কান্না
মায়ের বুকে কখনো কান্নার ঘাটতি হয়না
তবুও দিতে চাই
তবুও বলতে চাই
প্রথম যখন পথ দেখালে, শহর পথ
সেদিন কেন চলছিল না মা পায়ের রথ
তোমার জন্য হৃদয় ভারা সারাক্ষণ
তোমার জন্য কিনে আনবো সুখের মন।


তারপর কতকাল কাটালাম এই শহরে
আমার ও মনটা সুখের হয়নি, মায়েরও না।


তবে মাঝে মধ্যে মায়ের কাছে গেলে সুখে টইটম্বুর হয়ে পড়ি, জগতের সকল যন্ত্রণা সুখ হয়ে যায়, সকল কষ্ট বেদনার হাটে কেনা হরিৎ বিকেল সুখ হয়ে যায় জীবনের সকল পাওয়া না পাওয়ার দীর্ঘশ্বাস মুহূর্তেই সুখ হয়ে যায়।


এই যে জীবনের ঘানি টানি, সন্তানের মুখ পানে তাকিয়ে, কোন এক স্বপ্নের ভবিষ্যৎ দেখি, ওরা খেয়ে পরে ভালো থাক উচু তলায় করুক চলাফেরা।

আজ হতে সেই কতবছর আগে আমার মাও আমাকে শহর পথ দেখিয়ে দিবারাত্রির কান্নায় বুক ভাসিয়ছে, আমার ভবিষ্যৎ ভালোর জন্যে।


এই যে পরম্পরা
মায়েরা এমনই হয়, বাবারাও
শাশ্বতকাল  বুকের যন্ত্রণা বুকে চেঁপে
কেবল তাকিয়ে দেখতেই হয় ভবিষ্যতের সুখ।
*****************************
টুঙ্গিপাড়া,