দুঃখিনী মা ভেঁজা চোখে দাঁড়ানো এখনো
সেই গেলো দূর দেশে কোলের সন্তান
আসেনি বাড়িতে ফিরে বার্তা নেই কোনো
পাঠ শেষ হবে কবে? কবে উপার্জন
আসবে নতুন বউ ছেলেপুলে নাতি
হুল্লোড়ে উঠবে মেতে সারা পাড়াময়
এতোটুকু ভুল আশা? আশা নিরাশায়
কে জ্বালাবে ভবিষ্যতে ভরসার বাতি?


এ আশা কী ভুল আশা? কোন মতে নয়
মা আজো তাকিয়ে আছে দ্বারেতে নিশ্চয়
পৃথিবীর সকল মা বাবা বোন ভাই
চিরকাল পথ ধরে হেঁটে হেঁটে বলে
থাক তোরা সুখে থাক যদি নাও পাই
ধরণীতে সুখ স্বপ্ন, নিয়তি আঁচলে।