একটা ছবি আঁকছি অনেকদিন ধরে
শেষই করতে পারিনি
হয়নি দেয়া রঙের সমাপনী আঁচড়
ইজেল জুড়ে দুঃখগুলো ঘোরাঘুরি করে যায়
ক্ষুধার রাক্ষস চেপে তুলি টানি
তবুও হয় না শেষ, বাকী থাকে বহু চারুপাঠ


ভাবতে থাকি, ভাবতেই থাকি
শিল্পের জয়নুল এসে স্বপ্নের ভেতরে বলে যায়,
"দুর্ভিক্ষ না এলে আমি এতো বিখ্যাত হতাম না
ক্ষুধা না এলে, ছবির মোহতা আসে না।
আঁকো, ক্ষুধা আঁকো।"


ক্ষুধার আকর হলেও আমি আঁকতে পারি না ক্ষুধা
বলতে পারি না, এ সমৃদ্ধির লগনেও বৃহৎ
একটা শ্রেনী বছর ভরে রোজাদার
তারা শ্রম দেয়, অশ্রু দেয়, রক্ত দেয়
তাদের কোন পার্বণ নেই, ঈদ নেই, নববর্ষ নেই -


ফাগুন শেষে চৈত্রের খরা ধরে
বৈশাখ এলো, ধানক্ষেত উঠলো নেচে
মন আনন্দে
ধানের ছবি, কৃষকের ছবি আঁকি শেষমেশ।


অন্তত ধান কাটার রোমাঞ্চকর দিনগুলি
ওদের সাথে আমিও না হয় ক্ষুধা ভুলে থাকি।