রাতের ট্রেনে আসছি মা
রান্না করে রেখো দেশী পুঁটি আর শাপলার ঝোল
মাচান থেকে পুঁইশাক তুলে চচ্চড়ি করে রেখো
খেসারির ডাল রাঁধতে ভুলো না যেন,
আহা! তার সাথে যদি সামান্য টক হয়!  
তুমিই তো জানো, আমার কি লাগে ভালো কি লাগেনা


রাতের ট্রেনে আসছি মা, অপেক্ষায় থেকো
বহু স্মৃতি বুকের ভেতর
তোমাকে জানাবো মা।  
সকল মায়েরা সন্তানের সুখে কাঁদে দুঃখেও
তুমি কিন্তু কাঁদবে না।


আসছি মা। দুঃখের কিছু নেই।
আমার তো তুমি আছো, সাত সাগরের মাঝি।
========================
লেখাটি যখনকার তখনো মা বেঁচে ছিলো!