সময় নিয়ে প্রত্যক্ষ করছি অনেক
তুমি বলে যাচ্ছো এদেশ এ রাজনীতি আর বাজারনীতির কথা
অথচ হররোজ এদেশের আপামর জনতা ঠকে যায়, পাটাতনে পিষ্ট হয় দুর্মূল্যের নাভিশ্বাসে
অনিচ্ছায় উগরে দেয় অনাহুত ক্ষোভ আর ঘৃণা

তুমি হয়তো বুঝছো না
তোমার শুকনো বাসীফুলে কতকাল আর তুষ্ট হবে দেবতা, কথার উপাচারে কতকাল আর মুগ্ধ করে রাখবে পৃথিবী?
আগুনের শিখার মতো বিশুদ্ধ অভিমানে পুড়তে পুড়তে প্রখর হয়ে উঠছে অনুভূতি
আগ বেলার রোদের মতো ক্রমশ বাড়ছে উত্তাপ
সময় মতো সামলাতে পারবে তো?


যেমন করে কোমলকে পারি না ছুঁয়ে যেতে
পারি না বারুদ হয়ে ফুটতে আকাশে
তেমন করে বলতে পারছি না বলে
ভাবছো, বিষাদের প্রান্তে ডুবে থাকা মানুষগুলো বড্ড নিঃসঙ্গ, একাকী, বিচ্ছিন্ন
হতেও তো পারে নির্লিপ্ত, নিদারুণ অসুখী কেউ একজন তচনচ করে দিতে পারে সাজানো বাগান
হঠাতে পারে পৃথিবীর তাবৎ অসুখ
অথবা কোন এক ভোরের আলোয় উদয় হতে পারে সর্বভুক ইয়জুজ-মাজুজ।