ইদানীং একটা পোকা ঢুকেছে মস্তিষ্কে
চর্বি গুলো কুরে কুরে খাচ্ছে,
বিবাহিত পুরুষের মত মৃত
পুরুষত্ব, অবগুণ্ঠিত।


অপমান আর কাপুরুষত্বের যন্ত্রণা
হাড়ে হাড়ে টের পাই।
খিস্তি খেউড় করতে পারিনা আমি, তোমাদের মত
কুট কৌশলে করিনা হরিণ শিকার।


চোখের সামনে লুটেরা'রা
তরতর বেড়ে ওঠে,
মাননীয় রা ওদের আশ্রয় প্রশ্রয়।
ওরা শুধু ধন সম্পদই নয়
কেড়ে নেয় ইজ্জত সন্মান;
কেউ করে সেঞ্চুরি,
বোশেখে ওরা প্রবল প্রতাপে লোটে
সোহরাওয়ার্দি উদ্যান।


লোটে থার্টি ফার্স্ট নাইট
আষাঢ় শ্রাবণ,
নির্বাচনের রাতে লোটে সুবর্ণ চর
দুর্বল অগ্রহায়ণ, রাস্তা ঝোপ ঝাড়
ক্যান্টনমেন্ট থানা কিছুই বাদ নেই আর।


ওদের সাথে পেরে উঠব না, তবু
মনের আকর ভেদে প্রবল দ্রোহে
জ্বলে ওঠে আগুন জলের সাম্পান
বারুদে ঠাসা শায়েস্তা খা'র কামান।


পারমানবিক সাবমেরিনের আণবিক মিসাইলের
ট্রিগারে আঙুল রেখে সময়ের অপেক্ষায় আছি ...
আসুন ভাই সব, বাদ দিয়ে লুতুপুতু
আর কিছু করতে না পারলেও ওদের জন্য
বরাদ্দ করি একঝাক ঝটকা থুতু.........


অন্তত  অবগুণ্ঠিত পুরুষত্ব
কিছুটা হলেও মুক্তি পাক ...।