আমার অন্তরে দুঃখের যে নদী বয়ে যায়
তার শাখা প্রশাখা দীর্ঘশ্বাস হয়ে
তোমার মনের মেঘের গায়ে কি হুল ফোটায়?
শ্রাবণের ভরা নদী শাখের করাতের মত কাটে
অমাবস্যায় দু কুল ছাপায়।


আমার মনের গহীনে কৃষ্ণচূড়ার বনে
যে কোকিল করুণ রাগিনি গায়,
শ্মশানের বোবা কান্না, জ্যোৎস্না প্লাবনের মত,
তোমার মনের থৈ থৈ আসমান
অবিরাম ঝরে যায়।


আমার স্বপ্নগুলো তোমার মনের অন্তরায়
সানাই এর সুর হয়ে কি বাজে?
নাকি এতিম বালকের মত
পথের ধারে বেহালার সুর হয়ে কাঁদে?
নাকি কচুরি পানার সংসার বধু হয়ে সাজে?


তারা ঝরা রাতে
বুকের চিন চিনে ব্যথা গুলো,
বেহায়া নাগরের মত
তোমার মনের আঙিনায়
পাহাড়ের গায় হেলান দিয়ে ঘুমায়।


তবুও অপেক্ষায় থাকি...
আর কত অপেক্ষায় থাকব বলো
স্বর্গের অপ্সরী আমার?