ভালোবাসা বড় অদ্ভুত খেলা খেলে মানুষের সাথে,
কাউকে সে উজাড় করে দেয়, আবার
কারো বুকে শুধুই হাহাকার!
কেউ কখনই পায় না তার দেখা,
কেউ পেয়েও হারায়, আবার
কখনো কখনো সে নিতান্তই আপেক্ষিক!
বয়স কাল পাত্র ভেদে ভিন্ন।


কেউ কেউ কিশোর বা যৌবনের হারানো ভালোবাসা
ফিরে পায় ধুসর বা সাদা চুলের
প্রৌঢ়ত্বে অথবা বৃদ্ধকালে,
তবে তখন তা শুধুই স্মৃতি হাতড়ানোর দিন।


আবার উল্টোটাও আছে
বৃদ্ধ কালে ভালোবাসা হারিয়ে
চোখের পানিতে ভাসে।


মাঝে মাঝে ভাবি
এসব কি কারো পাতানো খেলা?
এতো খেলার হিসেব তিনি রাখেন কি করে?
নাকি একটা নির্দিষ্ট ছকে খেলোয়াড়দের
ছেড়ে দিয়ে বলেন, খেলো...।
আর যে যেভাবে খেলে
তার ফলও সেভাবেই নির্ধারিত  হয়,
তিনি ফলাফলের ধার ধারেন না...।
দিন কাল বছর সাক্ষী থাকে এসবের।


ওহে দিন কাল বছর তোমরাই বলো
এসব কি তারই পাতানো খেলা
নাকি আমাদের খেলার ফলাফল?