তুমি ৩৬০ ডিগ্রী র গাভীর চোখে যদি
ভালোবাসা খোঁজ তবে দেখবে
ভালবাসায় রং লেগেছে, প্যানারমা রং ...।
বুড়ো অশ্বথ কি পরোয়া করে তার?


তুমি বিড়াল কুকুর অথবা হুতোম পেঁচার চোখে ও
যদি ভালবাসা খোঁজ তবুও দেখবে তারা ম্রিয়মাণ
শুধু রাতের আধার ছাড়া, -- রাতের আঁধারে
ভালবাসা উজ্জল স্পষ্ট উপাখ্যান।
আকাশের কি বা যায় আসে তাতে?
ভালবাসা তার কাছে অযাচিত মেহ মান।


তুমি হয়ত জানতে চাইবে
কেন আমি পশু পাখির চোখে ভালবাসা খুঁজি?
উত্তর একটাই, --
মানুষের চোখ আর চোখ নেই,
হয়ে গেছে অন্ধকার কয়লা খনি
তাতে ভালবাসা পড়ে না ধরা
ধরা পড়ে শুধু অহংকার, ঘৃণা,
অবিশ্বাস, লোভ, লালসা আর অন্ধকার।।


তাহলে কি দাড়ালো ব্যপারটা?
তুমি যদি আমার চোখে ভালবাসা খুঁজতে চাও
তবে গাভী, বিড়াল, কুকুর
অথবা হুতোম পেঁচার চোখে খোঁজ
তাহলে ই শুধু ভালবাসার রং খুঁজে পাবে।।