কবির অন্তরে সকলের অগোচরে
কেন  চলে শব্দের ব্যবচ্ছেদ?
কত শব্দ, ছন্দ কাটা পড়ে কাঁদে,
ট্রেনে কাটা হতভাগার মতন?
সেকি শুধুই বেদনার ছবি?


বলো দেখি মদন কবি?


অমরত্বের লোভ
কেন করে বিক্ষোভ
কোথা থেকে শরতের মেঘে এত জল?
কাদা জলে মাখামাখি কেনো আজ আমার শহর?
সে কি শুধুই সাগরের মাতলামি?
নাকি ক্ষেপা প্রকৃতির নিষ্ঠুর চাবুক?


বলো দেখি মদন ভাবুক?


ভালোবাসি যদি হৃদয়ের কথা হবে
প্রেম তবে কেনো মোটা মানিব্যাগ দেখে?
কেনো সে সোজা দৌড়ায়
তোমাকে সাইডে রেখে?
সেকি শুধুই দুটি মনের পাগলামি?
নাকি চোখে ভাসা লোভের ঝিলিক?


বলো দেখি মদন প্রেমিক?