জীবনটা ধীরে ধীরে হয়ে গেছে কোলাজ কার্টুন
দিনের শেষে খুঁজি শুধু বটম লাইন,
একদিন জীবনের ব্যাপ্তি ছিলো বহু ব্যাপী বহু গুন
আজ শুধু জীবনের গুন টানি পেছনে ঘোরাই দূরবীন।


একদিন আমাদেরও ছিলো
আশা নামে এক ফালি চাঁদ
জীবনের ঘূর্ণিপাকে দুরন্ত দুর্বিপাকে,
থেমে গেছে শোরগোল হাঁকডাক।


বসন্তের মাতাল হাওয়া আজও আছে
কৃষ্ণচূড়ার লাল আজও ডাকে শহীদ মিনার
রক্তের আখরে লেখা বর্ণমালা
দুখিনী মায়ের স্বপ্ন ঘেরা স্বদেশ আমার।


রক্তের ভেতরে দ্রোহ ফাগুনে আগুন লাফায়
বহুদিন ধরে মরে পড়ে আছি কারাগারে,
ডিজিটাল মারপ্যাঁচ বর্ণমালা আজও কাতরায়
বর্ণীল ঠোটে কুলুপ এটে বটম লাইন ধরে বসে আছি,
যদি কোকিল ডাকে, বসন্তের মাতাল হাওয়ায়।