এই যে তোমার কাছে
হেরে যাই বার বার
এটাও তো সেরকম
বল রাধে ঘনশ্যাম
পরাণ পিরিতি।


তোমারে বিজয়ী করে
আমি যে বিজয়ী হই
বোঝ না পরাণ সখা,
এ তোমার কেমন মতি গতি?
পরাণের বান্ধব সারথি?


তোমার সুখের লাগি
দীপ শিখা জ্বেলে রাখি,
সুমধুর সুরে গায়
কুঞ্জ বনের পাখি,
মনের তপ বনে, গড়ি
আশার বসতি।


তোমার স্বপন ঘরে
দেব শিশু খেলা করে,
পবনের নাও বেয়ে
ভরা তরি করি পার,
দিন রাত গেয়ে যাই
তোমারই স্তুতি।


তোমারে যে ভালবাসি
বোঝাই কেমন করে,
আকাশে রঙের ঘুড়ি
ওড়াই যখন,
নাটাই টা নিয়ে বুকে
ঘোরাও মনের সুখে,
খেল খুনসুটি।


এই যে তোমার কাছে
হেরে যাই বার বার
এটাও তো সেরকম
বল রাধে ঘনশ্যাম
পরাণ পিরিতি।