ঝিঙে ফুল ঝিঙে ফুল

কৃষ্ণ চুড়া দোলে তাহার খোঁপায়

শিউলির মালা মরাল গ্রীবায়

কচি কচি ঝিঙে ফুল

তাই দেখে হাসে প্রাণের উচ্ছ্বাসে।


তাহার বাসন্তী সাজ রাঙা ঠোঁট

প্রবল বৈশাখে প্রচণ্ড প্রতাপে তপ্ত দুপুর

গাছ গাছালির ছায়া খোঁজে মন

পার্কের বেঞ্চে বসে যুগল হাওয়া

দুটি শালিক ঘাসের কিণারায়।


কি কথা তাহার সনে
প্রেমের মন্দিরা বাজে হৃদয়ের কোণে

উছলে ওঠে রাগ ভৈরবী সুরের সাহারায়।

বাতাসে কান পাতলেই শুনি
বিরহী দোয়েল

চিকচিক চিক চিক ...
চিক চিক চিকচিক চি...ক

মিষ্টি সুরে গান গায়।


চোখ মেলে চাই যত দূর চোখ যায়

চারিদিকে সাজ সাজ রব, সুরের মুর্ছণায়

তাহার সাজানো বেণী দোলে 

মনে হয় হাজার বছর ধরে দুলিতেছে

রঙের বৈশাখ, ধরণীর গায়।


হিংসা জরা দুরে থাক
ব্যর্থ সময় মুছে যাক
দোয়েল শ্যামা কোকিল মুনিয়ার গান
বাসন্তী ফুলের গন্ধে অনাবিল ছন্দে
আনন্দে ভরে উঠুক প্রাণ
শুভ নব বর্ষ বন্ধু গন।।