কিছু মানুষ সদৃশ দু পেয়ে রক্ত লোলুপ হায়েনা
সিংহাসনে বসে থাকে
কেউ কেউ গোঁফ দাড়িহীন নির্লিপ্ত ক্রুর শয়তানের চেলা
কারো আবার নিঃশব্দ খুনে দৃষ্টি খুনের নেশায় বুদ
ওদের কারো কারো চুল দাড়িও আছে
মানুষের মত কথাও বলে
কখনো কখনো মানবতার গীত গায়
ধর্মের গীতও গায়
কিন্তু রক্ত পিপাসা লুকিয়ে রাখে চোখের
গভীরে।
ওদের এজেন্ডা বেশি কিছু না
সারা বিশ্বের অর্থনীতি সুদের কারবার
মরণঘাতি সমরাস্ত্রের শ্রেষ্ঠত্ব ভেটো পাওয়ার
আই টির নিয়ন্ত্রণ আর অবাধ যৌনতা।
কিছু কিছু তিন নং ছাগলের বাচ্চা
ওদের ঘিরে সর্বদাই লম্ফ মারে
ওরা নাকি গণতন্ত্রের ধ্বজাধারি মানবতার ফেরিওয়ালা।


হে ঈশ্বর! এতগুলো রক্তচোষা বাদুড় কেন একসাথে
সিংহাসনে বসা? আমরা যাবো কোথায়?
রক্ষা কর প্রভূ।