পাথুরে দ্রোহের চোখে নীল প্রজাপতি
সুরের মুর্ছণায় দোলে শাড়ির আচল,
শ্রাবণের গন্ধ মাখা দিনে কদম সুবাস
নিরাভরণ গন্ধমের নিষিদ্ধ লোবান
উর্বশীর নাভীর নীচে অর্ধেক নদী।
কোথায় উমরাও জান-- ওহ সেলুকাস!
কি বিচিত্র এ সেনাপতি?


আমারে করিছে গ্রাস বিচিত্র আধার
আলো নেই তবু শুনি কে যেন পড়িছে সুরে
জীবনের পুঁথি ঐ দুরে।
ওমর খৈয়াম তানপুরায় দিয়েছে দম,
মেহেদি হাসান গায় পথের পাঁচালি-
শহুরে নাগর কি গো চেনে চোরাগলি?


আমরা জ্যামিতি দিয়ে কষি সুদ কষা
অথচ কি নিদারুণ অভিমান নিয়ে
ভূগোল দাঁড়িয়ে থাকে তোমার আঙিনায়,
তবুও জীবন সায়াহ্নে মেলেনা হিসাব।
তোমার বাড়ীর বাতাবী ফুলের ঘ্রাণ
বাতাসের লেজ ধরে ধূমকেতুর মত
আমার কক্ষপথে ঘোরে, --আর আমি ভাবি --
আমি তোমার চাঁদ তুমি চাঁদেরই আলো...।।