জলে স্থলে চলে আব হাওয়ার মাতম
অন্তরীক্ষে বসে ঈগল ঈশ্বর
চালায় ডিজিটাল ড্রোন।
ড্রোনের হাজার চোখ চষে বেড়ায়
সবুজ ফসলের ক্ষেত, চেঙ্গিস খা‘র মন।
হুতুম পেঁচার চোখের মত
দূরবীন দিয়ে খোঁজে সাদা এপ্রোন।


জি ডি পি তে ওদের অবদান অনেক
তাই ভুমিদস্যুর গ্যাং লিডার হঠাৎ হঠাৎ
পেয়ে যায় আইনের ক্ষমা,
বাঁশ ঝাড়ের মগডালে বসে
শুভ্র বুড়বক দাঁড়িপাল্লায় মাপে
ইবলিশের আগুনের ঠিকানা।


মেঘেরা করোনা র কালে পায় নি ছুটি
তাই উড়ে উড়ে ঈশান কোণে হয়েছে জমা।
ড্রোন থেকে সংকেত পেলেই
প্লাবিত করে দেবে
সপ্ত সিন্ধুর বিশাল সীমানা।
যেন অতিক্রম করে যাবে
নুহ‘র প্লাবনের বর্ণনা।


মেঘের গর্জন গুরু গুরু
মাও সে তুং এলো বলে!
উত্তেজনায় কাপে চিয়াং কাই শেক এর উঠোন
পলিমাটি ভরা বুকে কিসের যেন হাহাকার।
ইতিহাসের ক্রান্তিকালে রাজনৈতিক বেশ্যার দল গেলাপোগসের গিরগিটির মত ভোল পাল্টায় ...
সব কিছু জেনেও নীরব নিথর কেনো ঈগল ঈশ্বর?