যখন তাহার চুলগুলো সব ছিলো,
দাড় কাকের রংয়ের চেয়েও কালো… ।
নাটক নিয়েই কাটলো অনেক বেলা…
মনের কোণে মেঘ জমেছে মেলা ....।


স্মৃতির ঘুড়ি উড়ছে আকাশ জুড়ে…।
নাটাই যে তার পায় না নাগাল
জীবন নাটক যায়নি থেমে
মেঘের ভেলায় করছে এখন খেলা.… ।


গানের সুরে বাজায় সে তানপুরা….।
হাজার তারের বীণা বাজে
উপর ওয়ালা মুচকি হেসে
লেখেন যে অন্তরা......।


এবার গেলে আর কি হবে ফেরা?
ওপরওয়ালাই জানেন ভালো,
আমরা কি ছাই বাসর সাজাই
তার ইচ্ছেতেই অনন্ত পথ চলা...।।


তার ইচ্ছেতেই রংয়ের মানুষ
রংয়ের মেলায় ওড়ায় ফানুস
ছাদনা তলায় শানাই বাজায়
সকাল সন্ধ্যা বেলা..…।।