কে তুমি স্বপ্নে বিভোর শুয়ে সোনার পালঙ্কে?
দেখ নাই, একদিন তোর হবে রে মরণ
বলে হাসন রাজা কান্দে?


প্রেম তুমি নাই বলে কত প্রজা আছে ধন্দ্বে
জগদ্দল পাথর হাসে চেপে রাজার স্কন্ধে,
সূর্প নখা চাপে হাসি কাজল রেখার দ্বন্দ্বে।


দুনিয়া দারি ছেড়ে হাসন কলম নেয় হস্তে
দু কলম লিখে দেখে সূর্য যায় অস্তে।
একদিন তোর হবে রে মরণ রে হাসন রাজা
সোনার পালঙ্কে শুয়ে যতই কুঞ্জ সাজা।


সময় থাকতে পারের কড়ি জমিয়ে নে রে তাড়া তাড়ি
নইলে, মাঝি তোরে করবে না পার,
পড়বি কালের ফান্দে।
একদিন তোর হবে রে মরণ রে হাসন রাজা ...।
বলে হাসন রাজা কান্দে।।