কেহ তারে করে নাই ক্ষমা
কাল পাত্র দেশ জাতি জগত সংসার
অথবা নিকষ কালো দুর্বিনীত অহংকার।


যার যার পাওনা যা ছিল কিছু
বুঝে নিয়ে চলে গেছে
রেখে গেছে স্মৃতির মিনার।


অবশেষে ক্লান্তি আর বিষাদ
নিয়েছে তার পিছু।
ক্ষমা করো প্রভু যত আছে
জীর্ণ ক্লিষ্ট জরা আর অবসাদ আমার।।