আমাদের ব্রি'র গুরু বাবলু ভাইএর ঈদ স্টাটাস এবং আমার বাউলা গান :
----------
করল্লা তুই, করল্লা তুই
হইলি কাঞ্চা সোনা ।।
চাল কুমড়ায় জোট বাধিয়া
গুরুর তালে সুর সাধিয়া
ধরলি মাচার কোণা...।
করল্লা তুই, করল্লা তুই
হইলি কাঞ্চা সোনা ।।


তোর বাকা চাদের হাসি সারা গায়
পোকা মাকড় কেউ আইলো না
চাদের গায়ে কেউ বইলোনা
ফাগুন গেলো কোকিল বিনা
সোনার অঙ্গ জইলা যায়...।
করল্লা তুই, করল্লা তুই
হইলি কাঞ্চা সোনা ।।


তোর তিতা রসে ভ্রমর কাইন্দা যায়
আম কাঠালের মধু মাসে
ঈদের চাদে উঠলি শেষে
পাল তুলিলি ভাঙ্গা নায়...।
করল্লা তুই, করল্লা তুই
হইলি কাঞ্চা সোনা ।।


তোর চোখ ধাধানো রুপের ফান্দে
বেহুলারই বাসর কান্দে রে
লখিন্দর যে চোখ মেলে না
পোড়া মনে ভাব খেলে না
সোনার যৌবন ক্ষইয়া যায়...।
করল্লা তুই, করল্লা তুই
হইলি কাঞ্চা সোনা ।।