হয়তো দুরে কোথাও চলে যাব,
বহু দুরে... থেমে গেলে জীবনের কোলাহল,
হয়তো শুনব না আর আজানের সুমধুর ধ্বনি।
হয়তো ধান শালিকেরা তখনো পড়ন্ত বিকেলে
দল বেধে করে যাবে কিচির মিচির।


হয়তো মলিন সন্ধ্যায়
আম্রপলির গায়ে রাস্নার ঝোপের আড়ালে কক্কে...কক্কে ... বলে তখনো ডেকে যাবে নিঃসঙ্গ তক্ষক।
হয়তো নিঃসঙ্গ রাতে রুপালি চাঁদের জ্যোত্স্নায়
হেলান দিয়ে তখনো ঘুমাবে নিরেট পাহাড়।


হয়তো তখনো শেষ হবে না আমার নিঃসঙ্গ কোয়ারান্টাইন।
ওহ! খোদা কখন তুলবে তুমি লকডাউন!
আর যে পারিনা দয়া করো প্রভু দয়াময়।।