মন আমার পাখী হইতে লাগে কতক্ষণ...
সারাজীবন উড়লি শুধু,
ভালোবাসায় পুড়লি শুধু,
লাউএর মাচায় ঘুরলি শুধু,
দেখলি নারে বাতাবী লেবুর বন।
পাখী তুই বুঝলি নারে অবলা নারীর মন।।


মন আমার নোঙ্গর ছেড়া অকুল গাঙ্গের নাও ...
বাও বাতাসে ভাসলি শুধু,
ঢেউ এর দোলায় নাচলি শুধু,
রঙ্গের নেশায় ডুবলি শুধু,
পাইলি নারে তীরের দেখা
শংখ নদীর আনারকলি মন,
মন আমার দেখলি নারে বাতাবী লেবুর বন।।


মন তুই বাউল হইলি কবে?
একতারাতে সুর সাধিয়া
বিরাণ চরে ঘর বাধিয়া
সোহাগি লাউ এর পিছে পিছে
ঘুরলি শুধুই ভবে।
মনের না জানিয়া অন্তরা তুই
ডুব মারিলি ঘোলা প্রেমের খালে।
মন তুই হইলি নারে আপনার আপন।।


মন তুই না বুঝিয়া প্রেমের রীতি
ভাংগা ঢোলে গাইলি গীতি,
এস্রাজে সুর তুলিলি,
বিরহের গীত গাহিলি
না পাইলি রে সুখের নাগাল,
প্রেমের দাদরা তালে।
মন তুই বুঝলি নারে অবলা নারীর মন,
মন তুই দেখলি নারে বাতাবি লেবুর বন।।