আজো কি তাহারে আমি রাখিয়াছি মনে?
নিঃসংশয়ে বুকে রেখে হাত
একথা বলিতে কি পারে জেনে শুনে
পরাণের গহীনে চুইয়ে নামে যে বিষন্ন জলের রাত?


নগরের কোলাহল ছেড়ে যেখানেই যাই
দু দন্ড ফেলিতে আয়েশি নিঃশ্বাস
শুধুই জলের টিপ টিপ ঝরে যাওয়া দেখি
তাহারে দেখিনা দেখিনা আকাশ।


তবুও ঝরা পাতাদের গান শুনি হৃদয়ের কোনে
বুঝে যাই দু দিন পরে আমার বাগানে
শীত আসি আসি করে এসে যাবে বিনা আয়োজনে
শীতের পাখিরা গান গেয়ে যাবে আমার নিকানো উঠোনে।


তবুও তাহারে আমি রাখি নাই মনে
রাখিয়াছি কি? আয়নার ফ্রেমে
নিজেরে হারায়ে খুঁজি মন হারানোর দিনে
বার বারই ডুবে যাই কোন সে ছায়ার প্রেমে...
সেকি তুমি নও? তবে কি তাহার কায়া
ছায়া হয়ে খেলে আমার সনে?


আমার আকাশ কেন তবে ছবির ফ্রেমে
মেঘলা দিনের শেষে নেমে আসে অঘ্রানে?
মেঘেদের সাথে কত কথা কও? ছায়াদের সাথে হারিয়ে যাও
মনের চরায় কাশ ফুল হাসে, পদ্ম ফুলে ভ্রমর আসে
আমার মনে শিশির সিক্ত সবুজ ঘাসে হেমন্ত দিনে।