বৃষ্টি ভেজা একটি দোয়েল
গাছের ডালে বসে নিরালায়,
গ্রীবা নাড়ে আর
আমার দিকে চায়।
আমি ভাঙ্গা ঘরের
ভাঙ্গা জানালায়,
বৃষ্টি ভেজা হাস্না হেনার
সুবাস মাখি গায়।
আর আমার মনের
গহীন অন্তরায়,
কাক আর কোকিল
এখন একই মঞ্চে গায়।।


আমার মনের নেংটি ইঁদুর
এঘর থেকে
ওঘর দৌড়ায়,
বৃষ্টি ভেজা মিষ্টি বিকেল
রংধনু মেঘ
আকাশ ছুঁয়ে যায়।
চোখের ক্ষুধায়
মনের জ্বালা বাড়ে,
সাধু আর শয়তান এখন
একই পাতে খায়।।