এই যে সবুজ চরাচর
এখানে বাস করে সবুজ সরীসৃপ নয়
উন্নত বুদ্ধ্যাংকের দু পেয়ে জানোয়ার।
আর পাগলের দহন জ্বালায়
জ্বলে পুড়ে খাক হয়
উচাটন উলু খাগড়ার সংসার।।


সময়ের নোংরা চোরাগলি আর ঘুলঘুলীতে
বাস করে লাল চোখের কুটিল মকড়াসা
আর নষ্ট বাদুড়ের লালসা।
অথচ অন্তরে তালেবানী জিঘাংসা নিয়ে
উন্নত জীবনের হাতছানি দেয়
গভীর রাতের টক শো হতাশা।।


এখানে নগ্ন সময়ের ঘানি টানে
বিট কয়েনের বায়বীয় অর্থ
আর আর কোটি টাকার লোভনীয়
লটারির প্রত্যাশা।
এখানে জীবনই জীবন নিয়ে খেলে
অবিরাম পরি মনি নেশা।।


এখানে জীবনানন্দ দাশেরা যতই
সময়ের রশি ধরে টানে
আধারে চাদর মুড়ি দিয়ে ঘুমায়
প্রকৃতির দৈন্য দশা।
কুয়াকাটার সূর্যাস্তে বিলীন হয়
অন্তরের রঙ্গীন কুয়াশা।


আমরা আর কত মেলাবো
একাল আর সেকালের গান,
মূল্যবোধ দেশান্তরী..., নৈতিকতার নেই পিছুটান।
পরস্পর মিলিয়াছে হাত অদৃশ্য শত্রুগন...
থেমে গেছে জীবনের আহ্বান।।


এখানে গভীর রাতে কাপে না ডিজে ফ্লোর
ইয়টের রঙ্গীন আলোয় চলেনা সুরা পান।
একলা কাঁদে জনমানব হীন সমুদ্র সৈকত
ক্যাসিনোর জুয়ার বোর্ড
লক ডাউনের ফাঁদে পড়ে নিয়েছে বিশ্রাম।।