অথচ বিরহের যন্ত্রণা যখন নিতে চেয়েছিলাম
তখন আশে পাশে কেউ ছিল না।
আর আজ বিরহ আমার চারিদিকে ঘিরে থাকে।
জীবনের জটিল সমীকরণ
আজ বাদর নাচানোর ডুগডুগি,
পার্থিব মোড়লের লাঠির ইশারায়
ঘোরে জীবনের চাকা।


আর তোমরা দর্শকের আসনে বসে
বানরের খেলা আর ডিগবাজি দেখ
আর তুমুল হরষে দাও হাততালি।


কিন্তু মনে রেখ
জীবন এভাবে বেশি দিন চলে না
সুউচ্চ গাছের আগায় বসে
শ্যেন দৃষ্টিতে যে ঈগল দেখছে তোমাদের,
তার ধ্যান ভাঙিও না।
তাহলে পাপের মাকাল ফেটে যাবে
নিজের গায়ের গন্ধে অন্ধকার দেখবে চারিদিক...।