রংধনু থেকে এক একটি রং তুলে এনে
মনের আর্কাইভে সাজিয়ে রেখেছি
তোমার খোপায় জড়াব বলে
এবার তুমি এলেই রাঙিয়ে দেব তোমায়
রংধনু রঙে যেনো মহাজাগতিক কোন
এ্যলিয়েনও তোমায় দেখে চমকে যায়...


তুমি যদি আরো রঙ চাও তাও দেব
প্রজাপতির ডানা থেকে এনে
অথবা ন্যাচার ওয়ার্ল্ড বা বার্ড'স প্যারাডাইস
তোমার জন্য রিজার্ভ রাখব
যত রঙ আছে টিউলিপে অথবা সরিষার ক্ষেতে
আমাজনের গহীন জঙ্গলের কোণে
অথবা সাগর সঙ্গমে শৈবালের পায়ে
অথবা প্রবাল দ্বীপের ঝাকবাঁধা মাছেদের গায়ে
আর তাতেও যদি না হয় তবে
জাতিসংঘের মহাসচিব বরাবর
'আমার আরো রং চাই' বলে আবেদন করব...


রঙের এই দুনিয়ায় আমার চেনা পৃথিবীর সব রং দিয়ে
সাজিয়ে দেব তোমার আগমনের রথযাত্রার পথ
তবু তুমি একটিবার এসো
আমি যুগ যুগ ধরে বসে আছি
তোমার আসার প্রতীক্ষায়.…


হু শ… ।