থেমেই যদি যাবি রে মন
আল্লাহ আল্লাহ জিকির করো
নিদান কালে বিশ্বাসের রশি
শক্ত করে আকড়ে ধরো
আল্লাহ আল্লাহ করো রে মন
আল্লাহ আল্লাহ করো...।


ভক্তি যত মুক্তি তত
এটাই হোক জীবনের ব্রত
অবিশ্বাসে মেলেনা কেষ্ট
কলব যে হয় ক্ষত বিক্ষত,
থেমেই যদি যাবি রে মন
আল্লাহ আল্লাহ জিকির করো।


নিদান কালে বিশ্বাসের রশি
শক্ত করে আকড়ে ধরো
আল্লাহ আল্লাহ করো রে মন
আল্লাহ আল্লাহ করো...।


থেমেই যদি যাবি রে মন
আল্লাহ আল্লাহ জিকির করো
নিদান কালে বিশ্বাসের রশি
শক্ত করে আকড়ে ধরো
আল্লাহ আল্লাহ করো রে মন
আল্লাহ আল্লাহ করো
রে মন আল্লাহ আল্লাহ করো।।


ইহ কালের জীবন ত্রাতা
পর কালেও মুক্তি দাতা
তার নামেরই মধু খেয়ে
কলব তোমার পরিষ্কার করো
আল্লাহ আল্লাহ করো রে মন
আল্লাহ আল্লাহ করো।।


ফোটাতে ফুল মন বাগিচায়
তারি নামে পায়চারি করো
পাচ ওয়াক্ত নামাজ পড়
গভীর রাতে তাহাজ্জদ ধরো
আল্লাহ আল্লাহ করো রে মন
আল্লাহ আল্লাহ করো।।


দুঃখ কষ্টে পড়লেরে মন
করিও তাহারে স্মরণ
দুই চোখেরই পানি ছেড়ে
সিজদায় পড়ে নালিশ দিও
আল্লাহ আল্লাহ করো রে মন
আল্লাহ আল্লাহ করো।।


থেমেই যদি যাবি রে মন
আল্লাহ আল্লাহ জিকির করো
নিদান কালে বিশ্বাসের রশি
শক্ত করে আকড়ে ধরো
আল্লাহ আল্লাহ করো রে মন
আল্লাহ আল্লাহ করো
রে মন আল্লাহ আল্লাহ করো।।


বিশ্বাসের ভিত শক্ত করতে
সকাল সন্ধ্যা দিনে রাতে
আল্লাহ নামের সাথে সাথে
কোরআন হাদিস খুলে পড়
আল্লাহ আল্লাহ করো রে মন
আল্লাহ আল্লাহ করো।।


থেমেই যদি যাবি রে মন
আল্লাহ আল্লাহ জিকির করো
নিদান কালে বিশ্বাসের রশি
শক্ত করে আকড়ে ধরো
আল্লাহ আল্লাহ করো রে মন
আল্লাহ আল্লাহ করো
রে মন আল্লাহ আল্লাহ করো।।