এখানে তো সবাই কবি
কেউ স্বভাবে কেউ বা ভাবে
বোদ্ধা কবিও আছে অনেক
যোদ্ধা কবি আছেন কমই
নামেই কাটে এমন আছেন অনেকে।।


তোয়াজ করে মান বাড়াতে
ব্যস্ত থাকেন দিনে রাতে
এমন কবিও আছেন কিছু
লজ্জা যে নেই বলিতে।।


সেসব যা হোক
ঠিক না বেঠিক
সে প্রশ্ন আজ অবান্তর।
সবার সাথেই সম্প্রীতি চাই
সাবাস কবি এগিয়ে চলুন!
ভালো থাকুন নিরন্তর।।


নিজে যা চাই, যা কিছু হায়
ইচ্ছে করে লিখিতে,
মাঝ পথে ছাই গুলিয়ে যে যায়
হয় কি তা আর কবিতে?


তবু ও যখন কবি বলেন
লজ্জা তে হই অধোবদন,
মনকে বলি ছেড়ে দে ভাই
আর যাব না ... ঐ গলিতে।।


তবু ছাতার স্বপ্ন দেখি
নষ্ট নারীর ছবি আঁকি,
চাঁদ জ্যোৎস্না ফুল পাখী
আর পাহাড় ঘেরা বনানী।


সমুদ্র কেন থাকবে বাকি
মরুভুমিও আসবে নাকি?
আকাশ মেঘ আর বৃষ্টি থেকেও
ছন্দ গুলো পেড়ে আনি।।