ঘুমের মধ্যেও আমি আজকাল কবিতা আওড়াই
গাছের কবিতা, বন বাদাড়ের কবিতা, জিন তাড়ানোর কবিতা
ফুল, পাখি আর জ্যোৎস্নার কবিতা;


কবিতা শুনে গাছেরা খুশি হয়, ফুল, পাখিরা খুশি হয়।
জ্যোৎস্না এতটাই উদ্বেল হয় যে
সারা আকাশ স্নিগ্ধ মায়াবী আলোয় ভেসে যায়।


এরপর আমি পাহাড়ে উঠতে থাকি, উঠতে থাকি......
চূড়ায় উঠে প্যারাট্রুপারের মত  
অবারিত জ্যোত্স্নায় ঝাপ দেই...।


আর মুহূর্তেই খাট থেকে মেঝেতে পড়ে ককিয়ে উঠি...।


আহ কবিতা!...