তোমরা স্বীকার করো আর না করো
কৃষকের লাঙ্গলের ফলায় চমকায়
ঘুমন্ত সভ্যতার আতসবাজি ...,
শ্রমিকের রক্ত ঘামে অংকুরিত হয়
উন্নয়নের বীজ...,
অথচ আন্তর্জাতিক পুরষ্কারে ভুষিত হও তুমি।


তোমার চারপাশ দালাল আর লুটেরা বেষ্টিত,
দলকানা বাটপাড় চামচা লুটেরা
আর মোসাহেব দিয়ে আর যাই হোক
উন্নয়ন হয় না।
তুমি ডিমে তা দেয়ার মত ওদের ওম দিচ্ছ
কিন্তু ওরা একেকটা নেংটি ইঁদুর।


গোপনে গোপনে ওরা তোমার
রাজকোষের ঢোল কেটে দিচ্ছে...,
অল্প কিছু দিনের মধ্যেই তুমি দেখবে
তোমার উন্নয়নের গীত বেসুরো হয় বাজছে
আর আবরাহার হস্তি বাহিনির মত
ওরা উল্টো দৌড়চ্ছে,
আর বলছে আমরাই ছিলাম
এ জাতির জাতিস্মর।


বস্তুত ওদের জন্য এ কবিতা নয়
কোন সহানুভূতিও ওদের প্রাপ্য নয়,
ওদের জন্য শুধু ঘৃনা আর করুণা।
ইতিহাস ওদের ক্ষমা করবে কি?