আমি স্বপ্নের ছাই নিয়ে খেলা করি
আকাশে ছিটাই বাতাসে ছিটাই
পাতালের জলে বাতাসা ছড়ায়
নূপুর নিক্কন লজ্জা।


মেঘের গায়ে টেরা কোটা একে
যুবতীর ঘামে বিছানা ভিজিয়ে
সাগরের গানে জল পরী সনে
সাজাই বাসর সজ্জা।


আমি স্বপ্নের সাথে খেলা করি
আশার কপালে লাগিয়ে  হাওয়া
মাস্তুলে বাধি দড়াদড়ি,
আর শক্ত হাতে হাল ধরি।


আমার বুকে মরুভূমি প্রেম
রাতের আধারে তারা জ্বলে,
শকুনি মামার কুট চাল নিয়ে
দুর্যধনেরা পাশা খেলে।


তাই যুধিষ্ঠিরেরা রাজ্য হারায়
বস্ত্র হারায় দ্রৌপদী,
স্বপ্নের কোপে স্বপ্ন হারিয়ে
তবুও কেন যে জেগে থাকি।