পৃথিবীটা নাকি কমলা লেবুর মতো গোল,
আমরা কমলা খাই, খোসা ছাড়াইয়া খাই,
নদী খাই, খাল, বিল, নালা, জমি,
খানা খন্দ সবই খাই...।
পাহাড় খাই, বন খাই,
প্রাণী, জীব, জন্তু, পশু, পাখী, মাছ,
লতা পাতা, ফল মুল, শাক সবজি খাই;
ঘুষ নামের উপাদেয় খাদ্য খাই...
সুদ নামের বিষাক্ত সাপের বিষও খাই...।
আসলে আমরা পৃথিবীর যাবতীয় পচা গলা
অন্ধকার গোলির নিষিদ্ধ জিনিস ই বেশী খাই।
আর দুদকের ভয়ে কোষ্ঠ কাঠিন্য, ডায়রিয়ায় ভুগি...।
আমরাই তো মানুষ, আমরাই... আমরাই তো...।।