উড়ে যায় বক পক্ষী
সাক্ষী থাকে নদী,
কালের করাল গ্রাসে
সময়ের খোল ফেটে
হারায় সুনীতি।
মূল্যবোধ বস্ত্র হারা
যেন এক দ্রৌপদী।।


বিবেক ছেড়েছে মন
পরবাসি হয়ে গেছে ন্যায়ের দ্যুতি,
ওরা সব দল বেধে
রাবণের চামচ হয়ে
সুরে সুরে গেয়ে যায় স্তুতি।।


লালসার আগুনে পোড়ে
ধর্ষিতার আর্তনাদ,
অবিচার আগ্রাসন অত্যাচার নিপীড়ন
দুচোখে আধার দেখে আইনের গতি,
চোখ বুজে মজা নেয়
বৃদ্ধ বিচারপতি।।


বাণে র জোয়ারে ভাসে
উন্নয়ন, সভ্যতা,
গুজব কেনো ছড়ায়
ফকিরের দল !!!
ভেবে পায় না নৃপতি।।


নগর নাবালকেরা দোলে
কুসুমিত কুঞ্জ বনে
সাফল্যের নাগর দোলায়...।
ডেঙ্গু ফেঙ্গু কিছু নয়
সকল ই গুজব,
সমস্বরে চেঁচিয়ে বলে সভাসদ
উন্নয়ন ই চাবিকাঠি উন্নয়ন ই সব।।


মাননীয় তড়িঘড়ি ফিরে এসে
চিৎকার করে বলে
চুপ থাকেন মিয়া..., হিসাব রাখেন?
প্রতিদিন সাপের কামড় আর
দুর্ঘটনায় কত লোক মারা যায়?
গুজব ছড়ান কেন
সকল ই তো আছে নিয়ন্ত্রণে...।


স্বীকৃত বেয়াদবের দল
রাজপথ ঝাড়ু দিয়ে
বিপুল তামাশায় ডেঙ্গু করে নির্মূল
চির বিদায়...।


আমরা উলঙ্গ হয়ে নাচি
এই তো বেশ আছি
অনেক তো পেয়ে গেছি
আর কিছু চাওয়ার নেই।।